ব্যর্থ আমি নই ব্যর্থ তুমি

         দিল আফরোজ সীমু

ব্যার্থ আমি নই ব্যর্থ তুমি
সাজাতে গিয়ে কারো মন-
বেছে নিয়েছ একাকি  নির্জন।
বাঁধতে কারো সুখের ঘর-
নিজেকেই নিজে করেছ পর!
করতে গিয়ে মনকে শাসন
কেন করলে অন্যকে প্রহসন?
ব্যর্থ  আমি নই ব্যর্থ তুমি!
ভালোবেসে বাড়াতে পারনি হাত
বিনিদ্র কেটে গেছে কত্তটি রাত!
মরিচিকার  পিছু ছুটছ অহনীশি
ভাবছ কেন অন্যকে দোষী!?
ব্যর্থ আমি নই ব্যর্থ  তুমি!
যে নিজেকে হারিয়ে জিতিয়ে দিয়েছে অনুক্ষণ!
করলে না তার সাথে ভালোবাসা আর মমতার সন্ধি
করেছ প্রতিক্ষণে অবমাননার খাঁচায় বন্দি!
যে আকাশের নীল মেখে তোমায় দিয়েছে রুপালী চাঁদ
বিনিময়ে দিলে তারে হতাশা আর অপার বিশ্বাদ!
যে তোমায় কঠোর সাধনায় করতে চেয়েছে একে অন্য
স্বপ্ন তার পদযুগলে পিষে নিজেকে করেছ ধন্য!
তবুও সবটুকু ভালোবাসা তোমারই জন্য!!!
ব্যর্থ আমি নই ব্যর্থ তুমি
নিজেকে নিজের করে না চেনার জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।