হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; প্রাণঘাতী করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা করতে ও আতংকিত না হতে লিফলেট হাতে দ্বারে দ্বারে যাচ্ছেন জেলার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এ সময় তাঁর সাথে  খোকসা থান পুলিশ ও পৌর মেয়র সহযোগিতা করেন।
আজ সোমবার (১৬ মার্চ ২০২০) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও পৌর মেয়র এর পক্ষ থেকে উপজেলাবাসী দের মাঝে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হয়।
 উপজেলার বাসস্ট্যান্ডে বিভিন্ন দোকানে বাস-ট্রাক গাড়িতে ও ভ্রাম্যমান দোকানপাটের জনসাধারণের মাঝে সচেতনামূলক এ লীফলেট বিতরণ করা হয়।  এ সময় উপজেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সাথে খোকসা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক,  ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রাণঘাতী করনা ভাইরাসের আক্রান্ত হলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য পরামর্শ প্রদান করা হয় এছাড়াও উপজেলাবাসীর বেশি বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।

আমাদের বাণী ডট কম/১৬ মার্চ ২০২০/আরকে 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।