ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের এক বৃদ্ধ (৬৫)। নমুনা জমা দেওয়ার পাঁচ দিন পর গত রবিবার (৩১ মে ২০২০) মারা যান তিনি। আর মারা যাওয়ার একদিন পর গতকাল সোমবার জানা যায়, তার করোনা পরীক্ষার ফল। ওই ফলে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

  • মারা যাওয়ার আগে বেশ কয়েকজন ওই ব্যক্তির সংস্পর্শে আসেন। এ বৃদ্ধের জানাজা-দাফনও স্বাভাবিক মৃত্যুর ন্যায় করা হয়েছে। আর এর ফলে সংস্পর্শে ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, গত ২৬ মে করোনা পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা দেওয়া হয়েছিল। তার আগে এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। নমুনা দিয়ে আসার পর থেকে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর গত রোববার বিকেলে নিজের বাড়িতে তিনি মারা যান। নমুনা পরীক্ষার ফল না পাওয়ায় স্বাভাবিকভাবে তার দাফন সম্পন্ন হয়। মারা যাওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানো হয়নি।

  • ওই বৃদ্ধের ছেলে বলেন, ‘রিপোর্ট আইতে এত দিন লাগে? মনে হইছে হয়তো আমার বাপের করোনা নাই। থাকলে জানাইত। ফোন পাইছি না বইলা কবর দিয়া দিছি।’

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান, মৃত্যুর খবর কেউ প্রশাসনকে জানায়নি। প্রতিবেশীদের সচেতন থাকা জরুরি ছিল।

  • ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, বিষয়টি জানার পর ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘পরিবারটির সব সদস্য এবং দাফন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের নমুনা পরীক্ষা করা হবে।‘

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।