হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; করোনা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ সদস্য কুষ্টিয়া জেলা প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা হচ্ছে। দুপুরে পূর্ণাঙ্গ একটি ব্যাটালিয়নের দায়িত্বে থাকা লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান তাপস জেলা প্রশাসক আসলাম হোসেনের সাথে তাঁর কার্যালয়ের বৈঠক করেছেন। এসময় সেখানে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন- সেনাবাহিনীর ২৫০ জনবল কুষ্টিয়ায় অবস্থান করবে। ছয়টি উপজেলাকে তিনভাগে ভাগ করেছেন তারা।

দৌলতপুর ও ভেড়ামারা মিলে দৌলতপুরে ক্যাম্প স্থাপন করে ৬০ জন সদস্য থাকবে। কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলা মিলে কুষ্টিয়া জিলা স্কুল ক্যাম্পে ৬০জন ও কুমারখালী-খোকসা উপজেলা মিলে কুমারখালীতে ৬০ জন সদস্য অবস্থান করবে।

তিনি আরও বলেন- রাতের মধ্যেই তারা চলে আসবে। বুধবার সকাল থেকে তারা মাঠে কাজ করবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্রিফ করা হয়েছে। তারা কিভাবে আমাদের কোন কোন জায়গায় সহযোগিতা করবে। প্রশাসনের প্রত্যেকটি কাজে ইতিবাচকভাবে তারা সহযোগিতা করবে বলে তারা আশ্বস্ত করেছে।

আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।