নিজস্ব সংবাদদাতা, কুড়িগ্রাম; জেলার উলিপুর উপজেলায় বয়স্ক ভাতার টাকা তুলতে এসে আব্দুল সামাদ নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উলিপুর শাখা জনতা ব্যাংকে এসেছিলেন।

আজ বুধবার (১৩ মে ২০২০)   দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃদ্ধের মৃত্যু হয়। তিনি একটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন।

জানা গেছে, উলিপুরের ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনতা ব্যাংক উলিপুর শাখার আওতায় বয়স্ক ও বিধবা ভাতার টাকা বিতরণ করা হচ্ছিল। ভাতা গ্রহীতাদের সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে বলা হয়। সময় অনুযায়ী সেখানে নাওড়া কুটির পাড় গ্রামের বাসিন্দা আ. সামাদ (৯০) বয়স্ক ভাতা নিতে আসেন।

ইউনিয়ন পরিষদ চত্বরে বয়স্ক ও বিধবা ভাতা গ্রহীতাদের লাইন দীর্ঘ থাকায় আব্দুল সামাদ একটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ২টার দিকে বৃদ্ধ আব্দুল সামাদের মৃত্যু হয়।

আমাদের বাণী ডট/১৩  মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।