খেলাধুলা সংবাদদাতা, ঢাকা; রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

একাদশ
বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসেন, নাইম হাসান।

জিম্বাবুয়ে : প্রিন্স মাসাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াউচি, আইনসলে এনভোদু, চার্লটন টিসুমা।

বাংলাদেশের সম্প্রতি টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তষজনক নয়। শেষ ছয়টি টেস্টের পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। আর ঘরের মাঠে টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে হেরেছে মুমিনুলের দল। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের না হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের জন্যই মাঠে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে, জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে ভালো ক্রিকেট খেলেছে। আর বাংলাদেশে প্রায় সফর করতে আসা দলটির এ দেশের কন্ডিশনও পরিচিত। তাই চেনা কন্ডিশন কাজে লাগিয়ে লঙ্কানদের পারফরম্যান্স ধরে রাখতে চায় জিম্বাবুয়ে।

আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।