নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  রাজধানী ঢাকার কেরানীগঞ্জে দাবানলের মত বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবার  ০(৯ এপ্রিল ২০২০)   নতুন করে আরো ৩ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে।

নতুন আক্রান্তরা হলেন- ১. কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামের মুকবুল হোসেন(৪৯), ২.শুভাঢ্যা ইউনিয়নের শান্তিনগরের সম্পা দে(২৬) এবং ৩. একই ইউনিয়নের কালিগঞ্জের খেজুরবাগ মন্দির এলাকার মোঃ শামিম(৩৫)। তাদের শরীরে করোনা পজিটিভের খবর নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।

এর আগের আক্রান্ত অন্যরা হলেন, ৪. কদমতলীর কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার গোলাম মোস্তফা(৬৫), ৫. জিনজিরা গুলজারবাগ এলাকার শাহাবুদ্দিন ঢালী(৫০), ৬. চনকুটিয়া হাজীরতুলা এলাকার মজিবুর রহমান (৬৫), ৭. জিনজিরাবাগ এলাকার নুরে আলম রোমান(৪৮) ৮. শুভাঢ্যা ইউনিয়নের ১.আব্দুর রাজ্জাক(৮০) বাড়ী নাম্বার ০২ রোড নবার ০১,বেগুনবাড়ী, চুনকুটিয়া চৌরাস্তা।

৯.নাজমা বেগম(৩২) গুলজারবাগ, রহমতপুর ৪/১ দ্বিতীয় তলা, জিনজিরা ১০.সাজ্জাদ হোসেন(১৬) গুলজারবাগ, রহমতপুর৪/১ দ্বিতীয় তলা,জিনজিরা এবং ১১. সুলতান মাহমুদ, বরিশুর, কালিন্দী,।

জিনজিরা গুলজারবাগ এলাকায় একই পরিবারের ৩ জন আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।