তবুও বন্ধু ছিলাম
মোঃ জসিম উদ্দীন

ধণীর দুলাল তুমি,
সম্ভ্রান্ত পরিবার তোমার জন্মভূমি,
জানতে না কখনো তা কিন্তু তুমি
কোথায় তোমার জন্ম সমাজের কোন উঁচু স্থানে!

তবুও বন্ধু আমি,
বয়স হয়নি তোমার জানি
জাতকুল কি তা বোঝার শক্তিও হয়ে ওঠেনি
আমারো ঠিক তোমারি মতো, তবে অতটা নয় জানি!

আজ সন্ধ্যায় এসে
বাগানে পিকনিক করব সকলে
তুমি বাড়ি থেকে রান্নার সবই নিয়ে এলে
আমরা থাকব মজা করে খাবে আনন্দ হবে ভেবে।

অনেক রাতে ফিরে,
যখন তুমি গেলে বাড়ির ভেতরে
ওমনি বাবার বকুনি খাওয়া শুরু করলে
‘গরিব ছোট জাতের ছেলেদের সাথে তোর কী’?

চরম বেহায়া ছেলে
নষ্ট হবি মুটের ছেলেরে সাথে মিশে
তুই জানিসনে তোর জন্ম কোন এক উচ্চে
আর তুই মিসিশ গিয়ে কোথায় হারামজাদা?

মাও শুনল বকাই
তোমার জন্যই ছেলে আজ মাথায়
কিচ্ছু বলো না ওকে গাইছো তবে সাফাই
কেন খেলাধুলার মানুষ কি আর এ দেশে নাই?

তবুও বন্ধু তোমার,
মাঝে-মাঝে ঘুমাও পাশে আমার
গভীর রাতে ঘুম ভাঙলে দেখি মাথার
ভাঙ্গা কুটিরে আছো শুয়ে আমার বন্ধু ভালো লাগার।

কত্তো খেলে বকা,
তবুও বন্ধুত্বের চিড় ধরেনি খোকা
কেননা, ‘চিড়’ কী তা বোঝোই না তুমি সখা
শিশু শৈশব কৈষরকাল পেরিয়ে আজ যৌবনে তুমি।

উচ্চশিক্ষিত হলে,
স্বর্গ থেকে চেয়ার একখানা পেলে
হিরা খচিত মহামূল্যবান, ঐশ্বর্য্যে রলে ভুলে
এখানে সালাম আসে, মাথা নারিয়েও উত্তর জোটে না!

কে আজ বাল্যবন্ধু,
ভাসে না হাজারো স্মৃতিকথা মনে বিন্দু
ভাই-বোন-মাতা-পিতাও তোমার নিকট শত্রু
আপন ঐশ্বর্য্যে দিলে ডুব আমি শিশুই রয়ে গেলাম!

আবারো নতুন করে,
আজও বন্ধু খুঁজে-ফিরি জগৎ মাঝারে
তবে থাকি ভয়ে যদি আবারো হারাই তারে
পারিনি ভুলতে কখনো বন্ধু, কাঁদায় স্মৃতি কুড়ে-কুড়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।