কলম – কালির স্মাক্ষরে

কল্প কথার গল্পে নয় , গল্প কথার গল্পে
পেছনের কিংবা সামনের
পরের কিংবা নিজের
জীবন রঙ্গমঞ্চের হাজারো যোগ-বিয়োগে
শব্দ মাত্রার সংযোজিত সৃষ্টিশীল জীবন গল্পে
তোমার-আমার-আমাদের কলম কালির আচঁড়ে
কখনো হাসি , কখনো কাঁদি
হাজারো সৃজনশীলতায় নানান বৈষম্য দূর করি
পারি কি.. কতোটা পারি
যাপিত সত্যের তৃপ্তিতে হৃদয়ে আলোর শিখা জ্বালাতে

আমি অভিধান খুঁজি না , শিক্ষকতার পান্ডিত্ত চাই না
বাস্তব চিত্রের জীবনবোধ আর দর্শেনের পুঁজিতে
ছাত্রের তালিকায় জগত-জীবনের সংজ্ঞা খুঁজি
জীবন পাঠশালার বহুমাত্রিক আলাপচারিতায় নিজেকে বুঝি
ফল্গুধারার মতো বেরিয়ে আসতে চেয়েও , আসতে পারি না
শুধু মাত্র অনুভব করি বদলে যাওয়া মানবিক সম্পর্কগুলো
অনুভূত হয় আর্থিক কিংবা উঁচু-নিচু তলার বিবেচ্য বিষয়ে
অবলীলায় কিভাবে কেমন করে হারিয়ে যায় সম্মোধন আর ব্যবহার

খন্ডকালীন কিছুটা সময়ে তাইতো নিজেকে চর্চা করি
হয়তো গতিপথে পরিস্ফুটনের কিছুটা সংশোধিত পথ খুঁজে পাবো
জীবনবোধের শ্রেণী বিন্যাসকে আলিঙ্গন করেই কৃতার্থ হতে চাই
দিগন্তরেখার সমীকরনে মানবতার সনদপত্রে এগিয়ে যেতে চাই
পদচিহ্নের সাথে নিজের পালক রেখে যেতে চাই
কোনো প্রশংসাপত্র – উত্তরীয় কিংবা ক্রেষ্ট হাতে দাম্ভিকতা নিয়ে নয়
নিরুৎসাহ সময় হোক সীমাবদ্ধ গন্ডীপথ পার করার উৎসাহের চাবিকাঠি
নিরন্তর চেষ্টায় থাক তোমার – আমার – আমাদের
কলম-কালির গভীর অন্তরভেদী স্মাক্ষরের আলোকচিত্র
থাক আমাদের সতত চিন্তার অবকাঠামোতে সুন্দর এক মনুষ্যজন্মের সার্থকতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।