হেমন্তের কেশ

যামিনীতে যত মিষ্টি গন্ধ
ছড়ায় শিউলি ফুল,
সাত-সকাল কুড়িয়ে মালা
গাঁথে কিশোরী কুল।

থোপায়-থোপায় কামিনী ফুল
ফুটে যে আছে বেশ,
সুবাস ছড়ায় গন্ধরাজও
ছয় ঋতুর এ দেশ।

ছাতিম ফুল তো ফুটে আছে
সৌন্দর্যতা নিয়ে,
মল্লিকা আর দেবকাঞ্চন
প্রিয়ার এলাম দিয়ে।

রাজঅশোক ও হিমঝুরি ফুল
ফুটে করলো শেষ,
কানাকানি আজ করছে সবাই
দেখো হেমন্তের কেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।