বান্দরবানের আলীকদমে মাছের পোনা অবমুক্ত করণে মাছের পোনা গ্রহণ নিয়ে সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার সন্তোষ দাশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। আলীকদম গীতা শিক্ষা কেন্দ্রের নামে চিন্টু কর্মকার কে দিয়ে স্বাক্ষর করিয়ে ৫ কেজি মাছ নেয়। জানা যায় সেগুলো পান বাজার নিজ পুকুরে অবমুক্ত করে।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল এর কাছে একটি লিখিত অভিযোগ করা হয়। তিনি বলেন এই বিষয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য আলীকদম গীতা শিক্ষা কেন্দ্রের নামে কোন পুকুর নেই।

এই বিষয়ে চিন্টু কর্মকারকে ফোনে জিজ্ঞেস করা হলে সে পোনা নিয়ে ছাড়ার বিষয়টি স্বীকার করে। উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান,প্রতি বছরের মতো এই বছরও আমরা বিভিন্ন উন্মুক্ত জলাশয়, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, স্বায়িত্তশাসিত বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত ও বিতরণ করেছি,তবে কোনো ব্যক্তির নামে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি জানাজানি হলে সন্তোষ দাশ গীতা শিক্ষা কেন্দ্রের সভাপতি কে ফোন করলে মাছের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।