হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলা জানিপুর বাজারে সরকারি আইন অমান্য করে দোকান খোলার অপরাধে খান মেশিনারিজের মালিক রাহাত খানকে দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

আজ সোমবার (৩০ মার্চ ২০২০)সকাল সাড়ে দশটার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

আরও পড়ুন; কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে খোকসা থানা পুলিশের অভিযোগের প্রেক্ষিতে এ দণ্ড প্রদান করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, করনা ভাইরাসের প্রাদুর্ভাব সারাদেশব্যাপী সামাজিক নিরাপত্তার দূরত্ব বজায় রেখে সরকারি নিষেধাজ্ঞায় খোকসা সহ সারাদেশের সকল দোকানপাট বন্ধ করার নির্দেশনা রয়েছে।

আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।