নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর; করোনাভাইরাস প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক করতে জেলার ঘোড়াঘাট উপজেলায় ৭৪ প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে ঘোড়াঘাট  উপজেলা প্রশাসন। সেইসাথে ওইসব ব্যাক্তিদের সংস্পর্শে না আসতেও বলা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৪ জন প্রবাসীর নামের তালিকা দেয়া হয়েছে। যারা বিগত কয়েক দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। এসব বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ও স্থানীয় জনসাধারণকে সতর্ক করতে গতকাল রবিবার (২২ মার্চ ২০২০) বিকেল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে ঘোড়াঘাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, করোনাভাইরাস সচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা সব প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছি। বিদেশফেরত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সাথে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করার জন্য আমরা এলাকাবাসীকে অনুরোধ করেছি।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছি। তাছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। গতকাল রবিবার (২২ মার্চ ২০২০) বিকালে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাএছাড়াও করোনার উপসর্গে নিয়ে খুলনায় দুজন, সিলেটে লন্ডন ফেরত নারী ও কিশোরগঞ্জে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় সুত্রে।দী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

আমাদের বাণী ডট কম/২৩ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।