নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। বিশ্বের পরিস্থিতি ভয়াবহ ভাবে বৃদ্ধি পাওয়ায় ও বাংলাদেশে এর সংক্রমণ পুরোপুরি ভাবে রোধ না হওয়ায় ঈদ পর্যন্ত ছুটি বৃদ্ধি করতে যাচ্ছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের ছুটিতে যেন পড়াশুনা ব্যহত না হয় তার জন্য ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং ক্লাস শুরু করেছে। এদিকে  ছুটির দিনগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন শ্রেণি পাঠদান শুরু করতে যাচ্ছে সরকার।

আগামী ৫ এপ্রিল টেলিভিশনে শুরু হবে প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে ওইদিন রেকর্ডিং ক্লাস সম্প্রচার করা হবে।

তবে পরবর্তী সময়ে বিটিভিতেও এসব ক্লাস সম্প্রচারের চিন্তা সরকারের আছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

মো. আকরাম-আল-হোসেন বলেন, আমরা প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিশুদের ডিজিটাল পাঠদানের জন্যও কনটেন্ট প্রস্তুত করছি। টিভিতে এই পাঠদান কার্যক্রম স্থায়ী করার চিন্তা করছেন তারা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প কাজ করছে।

জানা গেছে, প্রাথমিকের শিশুদের জন্য পাঠদানের লেকচার রাজধানীতে দুটি স্টুডিওতে রেকর্ডিং করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) এই রেকর্ডিং কার্যক্রম শুরু হবে। এর মধ্যে একটি হচ্ছে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে। আরেকটি ক্যামব্রিয়ান টেলিভিশনের স্টুডিওতে।

এদিকে, রাজধানীতে অনেক সরকারি স্টুডিও খালি পড়ে থাকলেও বেসরকারি স্টুডিওতে এই ক্লাস রেকর্ডিং করার উদ্যোগের সমালোচনা হয়েছে।

এ ব্যাপারে সচিব বলেন, আর কোনো স্টুডিও পাওয়া যায়নি বলে আমরা ওই স্টুডিও বাছাই করেছি।

উল্লেখ, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন। দেশের এই পরিস্থিতিতে কবে নাগাদ প্রাথমিক বিদ্যালয় খুলবে তার আচ করতে না পেরে তিন মাস মেয়াদি টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচারের এই উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। এদিকে করোনার এই পরিস্তিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে প্রাথমিকের ১ম সাময়িক পরীক্ষা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আমাদের বাণী ডট কম/১ এপ্রিল  ২০২০/সিসি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।