বলতে এসেছি
মোঃ জসিম উদ্দীন

আমিত আজ এমনি-এমনি আসিনি তোমাদের চরে,
আমি বলতে এসেছি মালোদের কথা ও বেদিয়ার তরে।
আমি কৃষকের কথা বলতে এসেছি আজ রোদ্রে পুড়ে কালো,
সেই কিষাণী মাটির সঙ্গে নিয়ে সে জ্বালিয়েছে আশার আলো।

আমিত আজ এমনি-এমনি আসিনি তোমাদের চরে,
আজ বলতে এসেছি কুমোরের কথা কাদা মাটির ভাঁড় গড়ে
কামারের কথা বলতে এসেছি শোন নিপুন হাতে কাস্তে গড়ে
এসেছি বলতে জেলেদের কথা এই মহতী সভার পড়ে।

আমিত আজ এমনি-এমনি আসিনি তোমাদের চরে,
বলতে এসেছি মেথরের কথা মুচির জীবনী বিনয় করে।
আমি বলতে এসেছি ডোমের কথা আজ লাশ কাটার ওই ঘরে,
চন্ডালের কথা বলব আজ আমি ওগো তোমাদের ধরে-ধরে।

আমিত আজ এমনি-এমনি আসিনি তোমাদের চরে,
রিক্সা চালিয়ে শরীর ঘেমে কেমন দেখ নুয়ে-নুয়ে পড়ে।
আমি বলতে এসেছি তাদের কথা যারা কায়িক শ্রমে মরে,
বলতে এসেছি নাপিত-প্রামাণিকের কথা ব্যাথিত হৃদয় নড়ে।

আমিত বলতে আসিনি আজ মহামূল্যের সময় নষ্ট করে,
সেই পাষাণ্ডে ভরা পাষাণী শাসক শোষকের কথা চরে।
আসিনি বিশেষ বাণী নিয়ে কোন এক সাম্প্রদায়ের তরে,
এসেছি আমি ‘মানুষ’এর কথা বলতে মানুষের ঘরে ঘরে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।