বান্দরবান পার্বত্য জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেলেন নতুন দুইটি আধুনিক বিআরটিসি বাস।

আজ শনিবার (৩০নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলার অরুন সারকী টাউন হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই দুটি বাসের শুভ উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, বান্দরবান সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মকছুদুল আমিন,বান্দরবান সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া, শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশার জনগন। নতুন বাস পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রধান মন্ত্রীর এই উপহার আমাদের যাতায়ত দুর্ভোগ লাঘবের পাশাপাশি পড়াশুনায় মনযোগী হতেও অনেক সহায়ক হবে।

উল্লেখ্য, বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা দুর্গম, শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব ও অপর্যাপ্ত যানবাহনের কারণে জেলার ছাত্রছাত্রীরা বহু কষ্টে স্কুল-কলেজে যাতায়াত করে আসছিল দীর্ঘ সময় ধরে। এ বাসের জন্য দাবিও ছিল বহুদিনের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।