অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে ভাতাভোগীদের মুখে ফুটতে শুরু করেছে ঈদের হাসি। ব্যাংকের টাকা পাচ্ছেন ইউনিয়ন পরিষদ থেকেই।

ঈদকে সামনে রেখে বিভিন্ন ভাতাভোগীদের মাঝে দেওয়া শুরু হয়েছে ভাতার নগদ অর্থ। তবে সেই অর্থ তুলতে আর যেতে হচ্ছে না ব্যাংকের বিভিন্ন শাখায়। বরং ব্যাংক এসেছে মানুষের দোড়গোড়ায়।

সোমবার সকাল থেকেই চিত্রটি দেখা যায় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। বয়স্ক ও প্রতিবন্ধী ব্যাক্তিদের কথা মাথায় রেখে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিয়েছেন এক অনন্য পদক্ষেপ। কাউকে আর সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে না ব্যাংকের দোতলায়, দিতে হচ্ছে না কয়েক কিলোমিটার পথ পাড়ি। খুব দ্রত ও সহজেই বিনা বিড়ম্বনায় পেয়ে যাচ্ছেন তাদের ভাতার টাকা।

এখান থেকে বয়স্ক ভাতাভোগী ৯৩১ জন ও বিধবা ভাতাভোগী ২৩৯ জন প্রতি মাসে ৫শত টাকা তিন মাস পরপর ১৫ শত টাকা পাচ্ছেন। প্রতিবন্ধী ভাতাভোগী ২৭০ জন প্রতিমাসে ৭ শত ৫০ টাকা তিন মাস পরপর ২২৫০ টাকা উত্তোলন করতে পারছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার জানান, আমরা চেষ্টা করছি সামাজিক দূরুত্ব বজায় রেখে সমাজসেবা অধিদফতরের সেবা যতটা সম্ভব মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়া যায়। বর্তমানে করোনাকাল চলছে তাই চেষ্টা করছি যাতে করে ঈদের আগেই স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে ভাতার টাকা প্রদান করা যায়। তাছাড়া ব্যাংক থেকে ভাতাভোগীর অবস্থান দূরে থাকায় তাদের যাতায়াত সমস্যা এবং আমাদের বয়স্ক ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে যাতে সহজ ভাবে অর্থ পৌছানো যায় এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। এই বিষয়ে সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম। পাশাপাশি ধন্যবাদ জানাই ব্যাংক ম্যানেজারদের কে যারা আমার পরিকল্পনা মতে ইউনিয়ন পরিষদে ভাতাভোগীদের নগদ অর্থ বিতরণ করেছেন।

তিনি আরো জানান, উপজেলার ৭ ইউনিয়নেই পর্যায়ক্রমে দেওয়া হবে এই অর্থ। যাতে গ্রহন করা হবে এমন কৌশলটি। যাতে করে ব্যাংকের বিশাল লাইনে এসে বয়স্ক ও প্রতিবন্ধীদের বিড়ম্বনায় না পড়তে হয়।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।