সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যে বিভিন্ন ধরণের অনুপ্রেরণামূলক কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সেই কথা বলতে গিয়েই সমালোচনার শিকার হলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা ব্যবহার করে আরেকজনের নামে চালিয়ে দেওয়ায় ট্রোলডের শিকার হন তিনি।

সম্প্রতি ইমরান লিখেছেন, ‘স্বদিচ্ছা’-র অর্থ জেনে নিন খালিল গিব্রানের ভাষায়। মূলত লেবানিজ শিল্পী খালিল গিব্রানের কৃতিত্ব দিয়ে ইমরানের করা টুইট রবীন্দ্রনাথের লেখা। আর তা নিয়েই তীব্র সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

টুইটে রবীন্দ্রনাথের যে ইংরেজি লেখাটি ইমরান তুলে ধরেছেন তার বাংলা অর্থ হলো, ‘আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন শুধুই আনন্দেই পরিপূর্ণ। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন কাজে পরিপূর্ণ। আমি কাজ করলাম এবং দেখলাম কাজই আনন্দ।’

সমালোচনার মুখে পড়ে ইমরান পরে টুইটটি সরিয়ে ফেলেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।