আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা;  শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা।
আজ সোমবার (১৫ জুন ২০২০) জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আকতার, কলি রাণী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালিন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ, এক বছরের বেতন ফি মওকুফ, জেলা উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত, অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরী করে এককালিন আর্থিক সহযোগিতা প্রদান, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% ও স্বাস্থ্য খাতে ১৫% বরাদ্দ, লক্ষ্মীপুরের হীরামনির ধর্ষক এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও যৌন নিপীড়ক গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে বিচারের দাবি জানান।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।