ঢাকাঃ ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তিনি চোখ খুলছেন, সাড়াও দিচ্ছেন। ৫ নভেম্বর, বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতার শরীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক অরিন্দম কর বলেন, সৌমিত্রের শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে সৌমিত্রের। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। একদিন অন্তর ডায়ালাইসিস চলছে।

সৌমিত্রের রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে এ মুহূর্তে। ওই চিকিৎসক বলেন, আশা করি খুব শিগগির তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালাইসিস করার প্রয়োজন পড়বে না।

এ ছাড়া সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গেছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। এখন আর রক্তও দেয়া হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।