নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ঢাকার  সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ গামের্ন্টস শ্রমিকের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ মে ২০২০) রাতে সাভাআর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

 ডা: নাজমুল হুদা মিঠু বলেন, সাভারে নতুন করে আরো ৮ জন পোষাক শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। আর নতুন ৮ জনসহ মোট ২০ জন গামের্ন্টস শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।