মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড  (চট্টগ্রাম) সংবাদদাতা;   জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদর গোডাউন এলাকায় এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

করোনায় আক্রান্ত ঐ ব্যাংক কররমকর্তা উপজেলার পৌরসদর গোডাউন এলাকায় কবির মন্জিল (কলেজ রোড রাফি ফ্যাশন) এর মালিকের বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকেন। ঐ ব্যাংক কর্মকর্তা গত ৬ তারিখ নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ড উপজেলায় তার ভাড়া বাসায় আসে।এই ব্যক্তি কমার্স ব্যাংক নারায়ণগঞ্জ শাখা কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত ব্যক্তির নাম জানা যায়নি তবে তার বয়স (৫০) বছর বলে জানা যায়।

সীতাকুণ্ডে উপজেলার ফৌজদারহাট বিটিআইডি হাসপাতালে এই পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়, এর মধ্যে এক জনকে করোনা সনাক্ত করা হয় । তবে এই আক্রান্ত ব্যাক্তিকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন রাখা হতে পারে।

এ পরিস্থিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ মোল্লা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুরুদ্দীন রাশেদ সরে জমিনে উক্ত স্থানে গিয়ে কবির মন্জিল বিল্ডিং আগামী ১৪ দিনের জন্য লকডাউন হিসেবে ঘোষনা দেয়া হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, আশে পাশের সকলকে নিরাপদ এবং সচেতন থাকার পরামর্শ দেন।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।