সূর্যের নেই দেখা
মোঃ জসিম উদ্দীন

দিনের ভেতর পাঁচ-সাতবার
হাপুস-হুপুস ডুব,
এখন তো আর দেখি না রে তা
ভয় পেয়েছিস খুব?

হিম-ঠান্ডায় শীতের জল
সূর্যের নেই দেখা,
গোসল সেরে গা-গতরখান
নয়ত যাবে ছেঁকা।

দল বেধে আর দেখি না তোদের
নতুন পুকুর পাড়ে,
গোসলের নাম নিলে বুঝি আজ
আগেই কাঁপে হাড়ে।

এরই তো নাম শীতের কাল
শেয়াল পণ্ডিত জানে,
নিশি-রাতে করে হুক্কাহুয়া
শুনেছিস ডাক কানে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।