ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, আজ সন্ধ্যায় দেশের দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। এজন্য আগামীকাল বুধবার পবিত্র রমজান ৩০টি পূর্ণ হচ্ছে। পরদিন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী।

ঘোষণায় তিনি বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব বিভাগের কাছ থেকে চাঁদ দেখা যাওয়ার কেনো তথ্য পাওয়া না যাওয়া আজকের সভা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে নিয়েছে।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বিষয়টিতে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে অনুরোধও জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।