মোঃ মাহমুদুল হাসান সোহাগ; প্রাইমারিতে বিগত ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজস্ব খাতের নিয়োগ এর সার্কুলার দেয়।যদিও সেখানে কোন শুন্যপদের উল্লেখ ছিলোনা তবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তখন জানা যায় ঐ নিয়োগে ১০০০০ শুন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ হওয়ার বিষয়টি। তাছাড়া তখন পুল ও প্যানেল শিক্ষকদের, মামলার কারনে ২০১৪ সালের ঐ সার্কুলার চার বছর স্থগিত হয়ে,যায়।

  • আর এ চার বছরে নতুন করে কোন সার্কুলার ও দেয়নি রাজ্বস খাতে প্রাইমারি অধিদপ্তর।এতে চরমভাবে বঞ্চিত হয়, তখনকার প্রাইমারি সার্কুলারে আবেদন করা প্রায় ১৪ লাখ প্রার্থী।তাই তাদের একমাত্র সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন ছিলো ২০১৪ সালের ঐ সার্কুলারটির মাধ্যমে কিন্তু ২০১৮ সালে পুল ও প্যানেল এর সহকারী শিক্ষক নিয়োগ শেষ হওয়ার পরে ২০১৪ এর সেই সার্কুলার এর অনুষ্টিত পরীক্ষায়, প্রায় ১৪ লাখ আবেদন কারিদের সহিত ব্যাপক প্রতিযোগিতা করে ২৯৫৫৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে, সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু এ চার বছর নিয়োগ স্থগিত থাকার পরেও আর নতুন করে কোন সার্কুলার না পাওয়ার কারনে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হওয়াতে প্রাইমারির পরর্বতী সার্কুলারেও তারা আর আবেদন করতে পারে নাই।তাই তাদের আশাছিলো এ চার বছর দেরির কারনে দপ্তর কম করে ১০০০০ প্রার্থী নিবে কিন্তু দপ্তর তখন ৯৭৬৭ জনকে চুড়ান্ত ভাবে নিয়োগ দেয়।

অথচ ২০১৮ সালের সার্কুলারে নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়ার পরেও ১২০০০ এর জায়গায় ১৮০০০ নিয়োগ দেয়।তাই ২০১৪ সালের রিটের চার বছর দেরির কারনে তখনকার লিখিত উত্তীর্ন দের কম নেওয়া শুন্যপদে, অথবা সরকারি চাকরির বয়স চার বছর দেরির কারনে শেষ হওয়া এসব প্রার্থীদের আরো কিছু শুন্যপদে নিয়োগ দেওয়ার জন্য দপ্তরের সুদৃষ্টি কামনা করছি।

লেখক; প্রাইমারি ২০১৪ স্থগিত পরীক্ষা ২০১৮ অনুষ্টিত লিখিত উত্তীর্ন প্রার্থী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।