নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। এ নিয়ে সারা বিশ্বের মানুষই এখন উদ্বিগ্ন। কোনোভাবেই আটকানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যেই হানা দিয়েছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে দেশ ও জাতীর উদ্দেশ্যে সরকারের পাশাপাশি নানা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচার করা হচ্ছে অসংখ্য সচেতনবার্তা।

করোনাভাইরাসে ঠেকাতে জনসচেতনতায় এবার অভিনব প্রস্তাব দিয়েছেন বিতর্কিত মডেল নায়লা নাঈম। নিজের ফেসবুক পেজে জনসচেতনায় আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও বাসায় নিরাপদে থাকো! জীবনটা আসলেই মহামূল্যবান!’

নায়লা নাঈমের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী ভাবনা, বাঁধনসহ আরও অনেকে। রাস্তায় মাস্ক বিলি করেছেন সঙ্গীতশিল্পী মিলা।

উল্লেখ্য, সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিনজন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। বর্তমানে চিকিৎসাধীন ২৫ জন। মোট আক্রান্তদের মধ্যে ১১ জনের দীর্ঘমেয়াদি রোগব্যাধি রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জনের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৫ জন আক্রান্ত হন। দ্বিতীয় সর্বোচ্চ মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আজ সোমবার (২৩ মার্চ ২০২০) বিকেলে করোনাভাইরাস-সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আমাদের বাণী ডট কম/২৩ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।