নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সংক্রমিত হয়েছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীও।  আর এই প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই মারা যাচ্ছে দেশে। এবার মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত খোদ  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিশ্বস্ত কয়েকটি সূত্রে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) এ খবর জানা গেছে।

ওই খবর জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন আইইডিসিআরের কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) দেশে নতুন করে আরও পাঁচ করোনা রোগী শনাক্তের সংবাদ প্রকাশ করে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ওই পাঁচজনের একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘নতুন পাঁচজন রোগীর সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, একজন আছেন ষাটোর্ধ্ব। এদের মধ্যে ‍মৃদু উপসর্গ রয়েছে।’

নতুন রোগীদের বর্ণনা দিতে গিয়ে ফ্লোরা বলেন, ‘যে পাঁচজন নতুন রোগী পেয়েছি, তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিনজনের আগেই শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি কার কাছ থেকে এই সংক্রমণ হয়েছে, সেই তথ্যটি এখনো আমাদের হাতে আসেনি, আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।’

তবে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের যে কর্মকর্তা আক্রান্ত হয়েছেন, জানতে চাইলে গণমাধ্যমে তার পরিচয় দিতে চাননি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘নীতিগতভাবে আমরা কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’

মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে ফ্লোরা জানান, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৪ জন। তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে উঠেছেন এবং পাঁচজন মারা গেছেন। এখন করোনায় আক্রান্ত মোট রোগী রয়েছেন ২৮ জন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

আমাদের বাণী ডট কম/২৭ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।